ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​প্রেমের টানে চাকরি ছেড়ে চীন থেকে গোপালগঞ্জে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০২:০৪:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০২:০৪:২১ অপরাহ্ন
​প্রেমের টানে চাকরি ছেড়ে চীন থেকে গোপালগঞ্জে ​ছবি: সংগৃহীত
প্রেমের টানে সব বাধা পেরিয়ে সুদূর চীন থেকে গোপালগঞ্জে ছুটে এসেছেন লিউ সিলিয়ান নামে এক চীনা যুবক। জেলা শহরের নিচুপাড়া এলাকার তরুণী সীমা আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। প্রেম জাতি-ধর্মের বাধা মানে না, এ যেন তারই বড় উদাহরণ।

রোববার (২৯ জুন) গোপালগঞ্জের একটি আদালতে অ্যাফিডেভিট করে সীমা আক্তারকে বিয়ে করেন তিনি। চীনা জামাই পেয়ে খুশি সীমার পরিবার ও আত্মীয়স্বজন। প্রতিদিনই ভিড় করছেন এলাকাবাসী। নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চেয়েছে সীমার পরিবার।

জানা গেছে, সীমা ও লিউয়ের পরিচয় চার মাস আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। সীমার কাছে আসার জন্য লিউ সিলিয়ান দুই মাসের ছুটি চেয়েছিলেন কর্মস্থলে, কিন্তু ছুটি না পেয়ে শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দেন তিনি। অবশেষে বৃহস্পতিবার (২৬ জুন) রাত ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউ সিলিয়ান। ঢাকার একটি হোটেলে ওঠার পর সীমার বাবা নিজেই গিয়ে তাকে গোপালগঞ্জে নিয়ে আসেন। এরপর শুরু হয় নতুন জীবনের পথচলা।

বিয়ের পর সীমা বলেন, আমি খুব খুশি। ও সত্যি আমাকে ভালোবাসে বলেই এত দূর থেকে এসেছে। ওর মতো ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার।

চীনা তরুণ লিউ সিলিয়ান বলেন, সীমা খুব ভালো মানুষ। আমি সত্যিকারের ভালোবাসার টানে বাংলাদেশে এসেছি। কিছুদিনের মধ্যে ওকে চীনে নিয়ে যাবো। বাংলাদেশের খাবার সম্পর্কে তিনি বলেন, খাবার অনেক সুস্বাদু, তবে এখনো অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে।

সীমার পরিবার জানায়, প্রথমে একটু দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু ছেলেটির ব্যবহার ও আন্তরিকতায় বুঝেছি, সে সত্যিই ভালো মনের মানুষ। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ