ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইরানের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৭-২০২৫ ১০:৩৯:২০ পূর্বাহ্ন
আপডেট সময় :
০১-০৭-২০২৫ ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন
ফাইল ছবি
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের ‘অপরিহার্য অধিকার’ এবং তারা এই কার্যক্রম কখনোই বন্ধ করবে না।সিবিএস নিউজ-এর ফেইস দ্য নেশন অনুষ্ঠানে ইরাভানি বলেন, যতক্ষণ নির্ধারিত সীমার মধ্যে থাকে ততক্ষণ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি উৎপাদন করতে পারে, যার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণও রয়েছে।
তিনি বলেন, “তাই সমৃদ্ধকরণ আমাদের অধিকার, একটি অপরিহার্য অধিকার এবং আমরা এই অধিকার প্রয়োগ করতে চাই। আমি মনে করি, সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না।”যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার আগে ইরান প্রায় ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল, যা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও তেহরানের পরমাণু কর্মসূচির সমালোচকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
ইরান পারমাণবিক বোমা তৈরির কাছে পৌঁছে গেছে- এমন অভিযোগ তুলে দেশটিতে হামলা চালায় ইসরায়েল। টানা ১২ দিনের এই হামলার জবাব দেয় তেহরান। হামলা-পাল্টা হামলার মধ্যে যুক্ত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করে যুক্তরাষ্ট্র; দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সব পামাণবিক স্থাপনা শেষ; তারা আর বোমা বানাতে পারবে না। পরে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে, ইরানের পারমাণবিক স্থাপনায় খুব বেশি ক্ষতি হয়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স