ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​​সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ‘তুরুপের তাস’ হামজা-সামিত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০১:৪৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০১:৪৭:৩১ অপরাহ্ন
​​সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ‘তুরুপের তাস’ হামজা-সামিত ​ছবি: সংগৃহীত
দেশের ফুটবলকে স্বপ্ন দেখাচ্ছেন প্রবাসী খেলোয়াড়রা। গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরীর। তার আগমনে দেশের ফুটবলে রীতিমত নবজাগরণ ঘটেছে। এবার আলোচনায় আরেক প্রবাসী। কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম। আসন্ন জুনে সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে তার। 

ইংলিশ হামজা এবং কানাডিয়ান সামিত একসঙ্গে মাঠে নামা মানে মাঝমাঠের শক্তি অনেকাটা বৃদ্ধি পাওয়া। একই সঙ্গে নিজেরা আক্রমণের পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর কাজটাও ভালভাবে সামলে নিতে পারবেন তারা। এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর।

ইংলিশ প্রিমিয়ার লিগের এ ডিফেন্সিভ মিডফিল্ডার সে ম্যাচে নিজের কার্যকারিতা বুঝিয়ে দিয়েছেন। বেশিরভাগ সময় রক্ষণভাগকেই ছায়া দিয়ে গেছেন। মাঝমাঠে তার সঙ্গে এবার যোগ হচ্ছে সামিত সোম। কানাডা প্রবাসী এ মিডফিল্ডারের পায়ে আক্রমণের সূত্রপাত হবে। বের হতে পারে গোলের পাস। তাহলে মাঝমাঠ সংগঠনের মূল দায়িত্বটা পড়ছে দুই প্রবাসীর ওপর। অর্থাৎ বিদেশি নিয়ে বাংলাদেশ আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামছে।

বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম মনে করছেন, আগামী মাসের শুরুতেই দুই ফুটবলার ঢাকায় আসবেন, সামিত সোম আগামী ৩ বা ৪ জুন ঢাকায় আসবে। হামজা চৌধুরী ক্লাবের খেলা শেষ করে আসবে। দুই জনের ক্লাবের কাছে চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে বাফুফের তরফ থেকে। দুজনই এবার বাংলাদেশ দলের সঙ্গে মানিয়ে নেয়ার যথেষ্ট সময় পাবে আশা করি।

এ দলে ইতালিতে খেলা ফাহমিদুল কি যোগ হবে? এ ইস্যুতে ফাহাদ করিম বল ঠেলে দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরার কোর্টে, ফাহমিদুলকে নিয়ে কোচের কিছু পর্যবেক্ষণ আছে। কাবরেরাই আমাকে বলেছেন, সে প্রতিভাবান। কিন্তু বাইরের মাঠে দর্শকদের চাপ নিতে পারবে না বলেই তাকে ভারতের বিপক্ষে খেলানো হয়নি বলে জানিয়েছিলেন কোচ। কিন্তু দেশের মাঠে তাকে খেলানোর সুযোগ আছে বলেই মনে করেন কোচ।

তবে এখনও পর্যন্ত ইতালির সিরি ডি-তে খেলা এ ফুটবলারের ক্লাবে খেলোয়াড় চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায়নি বাফুফে। তাই নিশ্চিত করে কিছু বলা না গেলেও ফাহাদ করিম মনে করছেন, আমার ধারণা, কোচ ফাহমিদুলকে প্রীতি ম্যাচে খেলাবেন। ওই ম্যাচে তার পারফরম্যান্স দেখে কোচ সিঙ্গাপুর ম্যাচের সিদ্ধান্ত নিতে পারেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ