ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫ , ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​বৈরি আবহাওয়ায় উত্তাল সমুদ্র

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৪:২৮:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৪:৪৭:৫৭ অপরাহ্ন
​বৈরি আবহাওয়ায় উত্তাল সমুদ্র সংবাদচিত্র: সংগৃহীত
গুমোট আবহাওয়া ও তীব্র বাতাসে ভোলার নদ-নদী ও সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। বুধবার (১৪ মে) ভোর থেকেই জেলাব্যাপী গুমোট অন্ধকার ও তীব্র বাতাস বইছে। 

সরেজমিনে ভোলার উপকূলবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র বাতাসের কারণে মেঘনা, তেঁতুলিয়া, কালাবাদর, বেতুয়া ও ইলশা নদী উত্তাল থাকায় মাছধরা নৌকা ও ট্রলারগুলোকে মূল ভূ-খণ্ডের কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে। সকালে ঢাকা-ভোলা, লক্ষ্মীপুর-ইলিশা ও ভোলা-বরিশাল নৌ-রুটে যাত্রীবাহী কিছু লঞ্চ চলাচল শুরু হলেও বেলা ১১টার পর থেকে নৌযান চলাচল করবে কিনা তা নিয়ে দ্বিধায় আছেন লঞ্চ মালিকরা। ভোলার মেসার্স ব্রাদার্স নেভিগেশনের ম্যানেজার মো. আলাউদ্দিন বলেন, আবহাওয়া বেগতিক দেখলে তাদের কর্ণফুলী সিরিজের লঞ্চগুলো চলাচল আপাতত বন্ধ রাখা হবে। 

বিআইডব্লিউটিএ’র বরিশাল লাহারহাট ফেরির ম্যানেজার সিহাবউদ্দিন বলেন, নদী উত্তাল থাকলে আমরা খুব সতর্কতার সঙ্গে ফেরি চালিয়ে থাকি। কিন্তু গুমোট আবহাওয়া ব্যাপক ঝড়ে রূপ নিলে বরিশাল-ভোলা ও ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হবে। আবহাওয়া অধিদপ্তরের ভোলা জেলার পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, বুধবার বরিশাল অঞ্চলসহ ভোলায় যেকোনো মুহূর্তে দমকা হাওয়াসহ, ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ