পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৫-২০২৫ ০৯:১৫:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৫-২০২৫ ০৯:১৫:৫৪ অপরাহ্ন
ফাইল ছবি
নৈতিক স্খলন ও দুর্নীতির অভিযোগে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ আরও পাঁচ সাবেক সচিবের সদস্য পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব।
সোমবার (১২ মে) অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অফিসার্স ক্লাবের নিম্নবর্ণিত সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চালু হওয়ায় এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সাথে জড়িত থাকায় নৈতিক স্খলনজনিত কারণে তাদের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হলো।’
এদের মধ্যে শুধু পররাষ্ট্র সচিবই কর্মরত রয়েছেন। বাকিরা সবাই অবসরে গিয়েছেন। তাঁরা হচ্ছেন— এম এ কাদের (সাবেক সচিব), মো. জহিরুল হক (সাবেক দুদক কমিশনার), এস এম গোলাম ফারুক (সাবেক সিনিয়র সচিব), মো. আনিসুর রহমান (সাবেক সচিব) এবং মো. সিরাজুল হক খান (সাবেক সচিব)।
উল্লেখ্য, জসীম উদ্দিন গত সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি চীন, কাতার ও গ্রিসে রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স