ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু ২১ মে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৭:৩৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৭:৫৩:৩৫ অপরাহ্ন
রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু ২১ মে ​ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে থেকে ঈদের ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ আসনের টিকিট বিক্রি হবে অনলাইনে। এসময় নিয়মিত আন্তঃনগর ট্রেন চলবে আগের মতোই। তবে থাকবে না সাপ্তাহিক কোনো বিরতি।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এসব তথ্য জানান।

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ হিসেব করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে। টিকিট বিক্রি শুরু হবে ১০ দিন আগে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের টিকিট বিক্রি বেলা ২টায় শুরু হবে। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের টিকিট ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ ম এবং ৬ জুনের টিকিট ২৭ মে বিক্রি হবে।

ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বাড়তি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সেগুলো হলো- চাঁদপুর ঈদ স্পেশাল-১, চাঁদপুর ঈদ স্পেশাল-২, তিস্তা স্পেশাল-৩, তিস্তা স্পেশাল-৪, শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, শোলাকিয়া ঈদ স্পেশাল-৬, শোলাকিয়া ঈদ স্পেশাল-৭, শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ এবং পার্বতীপুর ঈদ স্পেশাল-৯, পার্বতীপুর ঈদ স্পেশাল-১০।

এছাড়া কুরবানীর পশু পরিবহনের জন্য চলবে আরও তিনটি বিশেষ (ক্যাটেল স্পেশাল) ট্রেন। সেগুলো ক্যাটেল স্পেশাল- ১ (দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা), ক্যাটেল স্পেশাল-২ (ইসলামপুর বাজার-ঢাকা) এবং ক্যাটেল স্পেশাল-১ (দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা) চলাচল করবে।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ