ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​কোন এসি আপনার মাসের বিদ্যুৎ খরচ কমিয়ে দেবে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৫:৪০:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৬:৪১:১২ অপরাহ্ন
​কোন এসি আপনার মাসের বিদ্যুৎ খরচ কমিয়ে দেবে ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
আমাদের দৈনন্দিন জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)। আর সেটি বিশেষ করে গরমকালে না হলেই নয়। অনেকে নতুন এসি কিনতে চাচ্ছেন, কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসার ভয়ে কেনার সাহস পাচ্ছেন না। অবশেষে তীব্র গরমে ভেঙ্গে গেল আপনার ধৈয্যের বাঁধ। ছুটলেন এসি কিনতে। কিন্তু আপনি জানেন কি, কোন এসি আপনার ঘরের জন্য উপযুক্ত? কোন এসি আপনার মাসের বিদ্যুৎ খরচ কমিয়ে দেবে? 

চলুন জেনে নেওয়া যাক :

এসি কেনার পর যদি বিদ্যুৎ বিল কমানোর সমাধান খোঁজেন, তাহলে ইনভার্টার এসি কেনাই বুদ্ধিমানের কাজ হবে। এ ছাড়া এসি ব্যবহারের কৌশল অবলম্বন করেই আপনি বিদ্যুৎ বিল কমাতে পারবেন।

ইনভার্টার এসি ও নন-ইনভার্টার এসির মধ্যে কয়েকটি তফাত রয়েছে। আসলে ইনভার্টার এসির কম্প্রেসর মোটর তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। ফলে একবার ঘর ঠান্ডা হয়ে গেলে ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার ঘরের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে মোটরের গতিও কমিয়ে দেয়।

আপনাকে বুঝতে হবে, এসিতে অনেকগুলো মুড রয়েছে। এর মধ্যে প্রায় সব ধরনের এসিতে আপনি ড্রাই মুড, হিট মুড, স্লিপ মুড, কুল মুড এবং অটো মুড পাবেন। এসব মুড বিভিন্ন আবহাওয়ার ওপর তারতম্য অনুযায়ী সেট করা হয়।

এ মুডগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে এসির আয়ু বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের বিল বৃদ্ধিও অনায়াসে রোধ করা সম্ভব। আপনিও যদি এসির বিল নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আজ থেকেই আপনার এসি ‘অটো মুডে’ রাখা শুরু করে দিন।

এসি অটো মুডে সেট করার সঙ্গে সঙ্গে এর ড্রাই মুড, কুল মুড এবং হিট মুডও চালু হয়ে যায়। এসির অটো মুড তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এসির গতি ও শীতলতা নিয়ন্ত্রণ করে।

আর এসির অটো মুড নির্ধারণ করে কখন এসির ফ্যান চলবে, কখন কম্প্রেসর চালু হবে এবং কখন বন্ধ থাকবে। এই মুডটি ক্রমাগত ঘরের তাপমাত্রা নিরীক্ষণ করে এবং সেই অনুযায়ী এসিটির কার্যকারিতা ঘরের সঙ্গে ব্যালান্সড করে রাখে।

আবার এসির ডায়েট মুডে ৮১ শতাংশ বিদ্যুৎ খরচ কমাতে পারেন গ্রাহক। ঘর ঠাণ্ডাও হয় ভালো। সেই সঙ্গে বিদ্যুৎ বিল কমবে আবার ঘর ঠাণ্ডাও হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ