ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​তালগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৪:১৭:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৪:১৭:৩৭ অপরাহ্ন
​তালগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু ​ছবি: সংগৃহীত
চাঁদপুর সদর উপজেলায় তালগাছ থেকে পড়ে কালু গাজী (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) সকালে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কালু গাজী ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত আব্দুর রশিদের ছেলে।

নিহতের ছেলে নয়ন গাজী জানান, সকালে তাল পাড়ার জন্য বাড়ির পাশের তালগাছে উঠেছিলেন তার বাবা। এ সময় তিনি গাছ থেকে নিচে পড়ে যান এবং তার বাম পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, গাছ থেকে পড়ে আহত অবস্থায় কালু গাজীকে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ