মেসির গোলের পরও বড় হার মায়ামির
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০৫-২০২৫ ১২:৫৬:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৫-২০২৫ ১২:৫৬:০৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
টানা হারের মধ্যে থাকা ইন্টার মায়ামি আগের ম্যাচেই জয়ের ধারায় ফিরেছিল। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারল না তারা। মিনেসোটা ইউনাইটেডের কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে মায়ামি। ফলে মেজর লিগ সকারে যোগ দেয়ার পর সবচেয়ে বাজে হারটা দেখলেন লিওনেল মেসি।
শনিবার (১০ মে) রাতে মেজর লিগ সকারে (এমএলএস) মিনেসোটার মাঠে ৪-১ গোলে হেরেছে মায়ামি। ২০২৩ সালের জুলাইয়ের পর এই প্রথম ৩ গোলের ব্যবধানে ম্যাচ হারল মায়ামি।
ম্যাচ হারলেও মেসি ছিলেন উজ্জ্বল। পোস্টে ৫টি শট নিয়েছেন, গোলের সুযোগ তৈরি করেছেন চারবার। গোল করেছেন একটি। ম্যাচের সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। তবে দল হারায় এতে খুশি হওয়ার কথা নয় মেসির।
লুইস সুয়ারেসকে ছাড়া খেলতে নেমে মায়ামি বিরতির আগে পিছিয়ে পড়ে ২-০ গোলে। ৩২ মিনিটে হোলাগোয়ানে ও বিরতির আগে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোল করেন মারকানিস। ৪৮তম মিনিটে জর্দি আলবার বাড়ানো বল ধরে মায়ামির হয়ে এক গোল ফেরান মেসি। এটা তার পেশাদার ক্যারিয়ারের ৮৬০তম গোল।
৬৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি। মেসির কর্নার থেকে পাস প্রথমে রিসিভ করেন জর্দি আলবা। তবে বাঁ পায়ে আলবা যে শট নিয়েছেন, সেটা বক্সের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। ৬৮তম মিনিটে মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট বল জড়িয়ে দেন নিজেদের জালে। ৭০তম মিনিটে রবিন লডে মিনেসোটার হয়ে করেন চতুর্থ গোল।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে সিনসিনাটি। সমান ম্যাচে কলম্বাস ক্রুরও ২৫ পয়েন্ট। তিন ও চারে থাকা ফিলাডেলফিয়া ও ইন্টার মায়ামির পয়েন্ট ২৩ ও ২১।
ম্যাচ শেষে মায়ামি কোচ মাসচেরানো জানান, তিনি ভারপ্রাপ্ত ফরোয়ার্ড হিসেবে ফাফা পিকাউল্টের ওপর নির্ভর করতে চেয়েছিলেন। কিন্তু ম্যাচের আগে তিনি মাইগ্রেনে আক্রান্ত হওয়ায় দল সেভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেনি, আমাদের জন্য হারটা কঠিন। জানতাম মিনেসোটা আমাদের এভাবেই যন্ত্রণা দিতে পারে। আর এটাই আমাকে সবচেয়ে বেশি শঙ্কায় ফেলছে।
তিনি হারের দায় নিজের কাঁধে নিয়ে বলেছেন, যদি খেলোয়াড়রা তাদের মান বজায় রাখতে না পারে তাহলে সেটার দায়তো আমার ওপর পড়ে। সব কিছুর দায় এখন আমার। কোচ যা চাচ্ছেন, সেটা যদি তাদের বোঝাতে না পারেন, সেক্ষেত্রে সেটার দায়-দায়িত্ব কোচেরই।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স