ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​আখাউড়ায় মালবাহী ট্রেনের ২ বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৭:৪৭:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৯:৪৫:৪৭ অপরাহ্ন
​আখাউড়ায় মালবাহী ট্রেনের ২ বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন ​ছবি: সংগৃহীত
পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জাংশন স্টেশনে একটি মালবাহী কনটেইনার (৬০৫) ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট এবং নোয়াখালী-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।  শনিবার (১০ মে)  দুপুর সোয়া ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

আখাউড়া রেলওয়ে জাংশন স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট নূর নবী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কনটেইনার ট্রেনটি স্টেশন ইয়ার্ডের ১০ নম্বর লাইনে প্রবেশ করার সময় দুটি বগি লাইনচ্যুত হয়।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ট্রেনটি ১২ নম্বর লাইন থেকে ১০ নম্বর লাইনে প্রবেশ করার সময় পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এদিকে, আখাউড়া রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) মো. আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, ট্রেন লাইনচ্যুত হলেও পূর্বাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে। আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট এবং আখাউড়া হয়ে ময়মনসিংহ-নোয়াখালী রেলপথে ট্রেন চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি।

তবে এই লাইনচ্যুতির ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ