স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
আপলোড সময় :
১০-০৫-২০২৫ ০৬:৪৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৫-২০২৫ ০৬:৪৫:৪০ অপরাহ্ন
দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। এতে সাম্প্রতিক বিষয়ে নিয়ে করণীয় ঠিক করতে আলোচনা হবে বলে জানা গেছে।
শনিবার (১০ মে) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে আমি কিছু জানি না। তবে সাম্প্রতিক বিষয়ে নিয়ে তো আলোচনা হবেই।
তিনি বলেন, রাত ৯টায় বৈঠকটি ডাকা হয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স