রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৫-২০২৫ ০৪:১৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৫-২০২৫ ০৬:১২:৩৬ অপরাহ্ন
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের মুখে জরুরি বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
শনিবার (১০ মে) রাত আটটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচি জানা যায়নি।
জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ আজ রাতে বৈঠক ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলোচ্যসূচির বিষয়ে তিনি কিছু বলতে চাননি।
তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে।
এদিকে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে টানা কর্মসূচি পালন করছেন। শুক্রবার (৯ মে) থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা।
এই পরিস্থিতিতে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স