ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​পাকিস্তানের অভিযানের নাম ‘বুনিয়ান উন মারসুসে’র অর্থ কী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৩:১৯:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৩:১৯:৩৫ অপরাহ্ন
​পাকিস্তানের অভিযানের নাম ‘বুনিয়ান উন মারসুসে’র অর্থ কী ​ছবি: সংগৃহীত
পাকিস্তান সম্প্রতি ভারতের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করেছে, তার নাম দিয়েছে "অপারেশন বুনিয়ান উন মারসুস"। এই নামটি এসেছে কোরআনের সূরা আস-সাফের ৪ নম্বর আয়াত থেকে, যেখানে বলা হয়েছে:

“নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর পথে এমনভাবে লড়াই করে, যেন তারা একটি সীসা দিয়ে গাঁথা মজবুত প্রাচীর।”

এই আয়াতে 'বুনিয়ান উন মারসুস' অর্থাৎ 'সীসা দিয়ে গাঁথা মজবুত প্রাচীর' দিয়ে বোঝানো হয়েছে ঐক্যবদ্ধ, দৃঢ় এবং অটল একটি গঠন, যা সহজে ভাঙা যায় না। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, এই নামটি বেছে নেওয়ার মাধ্যমে তারা তাদের বাহিনীর ঐক্য, শক্তি ও প্রতিরোধের প্রতীক তুলে ধরতে চেয়েছে।

এই অভিযানের মাধ্যমে পাকিস্তান ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে উদমপুর ও পাঠানকোটের বিমানঘাঁটি এবং বিয়াসে অবস্থিত ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের গুদাম। পাকিস্তান দাবি করেছে, এই হামলাগুলো ভারতের আগ্রাসনের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।

এই নামকরণ এবং অভিযান কোরআনের আয়াতের অনুপ্রেরণায় পরিচালিত, যা পাকিস্তানের পক্ষ থেকে তাদের সামরিক শক্তি ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়কে প্রতিফলিত করে।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ