ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​মেগা প্রকল্পের নামে বিগত সময়ে দেশে লুটপাট হয়েছে: ফাওজুল কবির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০৯:০৬:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০৯:০৬:১৯ অপরাহ্ন
​মেগা প্রকল্পের নামে বিগত সময়ে দেশে লুটপাট হয়েছে: ফাওজুল কবির সংবাদচিত্র: সংগৃহীত
মেগা প্রকল্পের নামে বিগত সময়ে দেশে লুটপাট হয়েছে, গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আর জনকল্যাণে উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে বাধা দিলে মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৯ মে) সকালে নৌপথে বরিশালের প্রত্যন্ত এলাকা হিজলায় যান অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ফাওজুল কবির খান ও ড. এম সাখাওয়াত হোসেন। হিজলা উপজেলার মৌলিভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন তারা। এসময় স্থানীয়দের সঙ্গে কথা বলেন দুই উপদেষ্টা।পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তারা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির অভিযোগ করেন, সরকারের অর্থ আত্মসাৎ করতে লোক দেখানো মেগা প্রকল্প করেছে বিগত সরকার। অন্তর্বর্তী সরকার উন্নয়নের ছোঁয়া নিয়ে যেতে চায় গ্রাম পর্যন্ত। আক্ষেপ করে বলেন, এতে কিছু লোক বাধা দিচ্ছে।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দেশের সব নদীপথকে অন্তর্বর্তী সরকার সচল করতে চায়। অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেন নৌ পরিবহন উপদেষ্টা। বহুল প্রত্যাশিত বরিশাল মীরগঞ্জ ব্রিজ নির্মাণ আগামী অক্টোবরে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা। দুই দিনের সফরে উপদেষ্টারা বরিশালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখবেন ও মতবিনিময়ে অংশ নেবেন।

বাংলাস্কপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ