ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পারভেজ হত্যা: আসামি টিনা ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০৪:৩২:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০৭:৫২:২৩ অপরাহ্ন
পারভেজ হত্যা: আসামি টিনা ৩ দিনের রিমান্ডে ফাইল ছবি
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার আসামি ফারিয়া হক টিনাকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার (৯ মে) বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আদেশ দেন।এর আগে, আসামি টিনার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে বনানী থানা পুলিশ। পরে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে রাজধানীর জগন্নাথপুর এলাকার একটি বাসা থেকে টিনাকে গ্রেফতার করে পুলিশ। এখন পর্যন্ত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজসহ ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।গত ১৯ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। এ সময় পাশের দোকানে দুই নারী শিক্ষার্থীকে নিয়ে হাসিঠাট্টার অভিযোগে ঘটে বিপত্তি। প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওই শিক্ষার্থীরা। পারভেজের ক্ষমা চাওয়ার পরও কয়েকজন যুবক তাকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাত করে। এতে পারভেজের মৃত্যু হয়।

ঘটনার পরদিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ আটজনকে আসামি করা হয়। এছাড়া, মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
 
  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ