আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল ১১টায় যমুনার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী র্যাব, এপিবিএন, বিজিবি ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত আছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, যমুনার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা এখন পর্যন্ত শৃঙ্খলা বজায় রেখে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে যমুনার সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে শুরু হওয়া কর্মসূচি শুক্রবার (৯ মে) দুপুর পর্যন্ত অব্যাহত আছে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সরকারি ঘোষণা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা নাহিদ ইসলাম। এর পর সেখানে লোকজন জড়ো হতে শুরু করে। তারা সারা রাত সেখানে ছিলেন। শুক্রবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা যমুনার সামনে আসছেন। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে এলাকাটি। তবে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন কোনো বক্তব্য আসেনি।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন