ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ড্রোন হামলা পাকিস্তানের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৯-০৫-২০২৫ ১২:০৫:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-০৫-২০২৫ ১২:১২:৩৭ পূর্বাহ্ন
ছবি : ভিডিও ফুটেজ থেকে নেয়া
এবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (০৮ মে) রাত ৯টার দিকে জম্মু শহরে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই পুরো শহরে সাইরেন বাজতে শুরু করে। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। খবর এনডিটিভির।
স্থানীয় সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হামলার কারণে শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মোবাইলফোন পরিষেবাও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাঠানো ভিডিও ফুটেজে আকাশে আলোর ঝলক দেখা গেছে।
এটিকে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলোকে প্রতিহত করার ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।
জম্মু ছাড়াও প্রায় ৩০০ কিলোমিটার দূরের শহর কুপওয়ারা ও পাঞ্জাবের নিকটবর্তী পাঠানকোট শহরেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। সতর্কতা হিসেবে পাঞ্জাবের গুরুদাসপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক সীমান্ত এলাকা সাম্বা ও আখ্নূরে ইতোমধ্যেই তীব্র গোলাগুলি চলছে বলে খবর পাওয়া গেছে।
এর আগে ভারত সরকার জানান, আজ ভোরে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়সহ ১৫টি শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান, যা ভারতীয় সশস্ত্র বাহিনী ব্যর্থ করে দিয়েছে। এরপর ভারতীয় সামরিক বাহিনী লাহোরসহ বেশ কয়েকটি স্থানে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও সিস্টেমগুলোকে লক্ষ্য করে নিষ্ক্রিয় করে দেয়।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স