ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিস্টিন চ্যাপেলের চিমনিতে সাদা ধোঁয়া

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ১১:০৮:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:০৭:২৪ পূর্বাহ্ন
সিস্টিন চ্যাপেলের চিমনিতে সাদা ধোঁয়া সংবাদচিত্র : সংগৃহীত
রোমান ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচিত হয়েছেন।সংকেত হিসেবে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া দেখা গেছে।

বৃহস্পতিবার (৮ মে) দ্বিতীয় দিনে এসে কার্ডিনালরা গোপন ভোটের মাধ্যমে নতুন পোপ নির্বাচন করতে পেরেছেন। নতুন পোপ কে হচ্ছেন এবং তিনি কী নাম গ্রহণ করবেন, তা শিগগিরই জানানো হবে। খবর সিএনএনের।

এর আগে পোপ ফ্রান্সিস ও পোপ বেনেডিক্ট ষোড়শ—দুজনই কনক্লেভের (নির্বাচনের প্রক্রিয়া) দ্বিতীয় দিনের সন্ধ্যায় নির্বাচিত হয়েছিলেন। তবে ১৯৭৮ সালে পোপ দ্বিতীয় জন পল নির্বাচিত হয়েছিলেন তিন দিনে।

ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে বুধবার (৭ মে) পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। ওই দিন স্থানীয় সময় বিকেলে প্রথম দফায় ভোট দেন কার্ডিনালরা। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হয়। অর্থাৎ, প্রথম দফার ভোটে পোপ হিসেবে কেউ নির্বাচিত হননি।

এরপর বৃহস্পতিবার সকালে দুই দফা ভোটাভুটির পরও কালো ধোঁয়া বের হয় চিমনি দিয়ে। তাই এদিন আবারও ভোটের প্রক্রিয়া শুরু হয়। পোপ নির্বাচনের প্রথা অনুযায়ী কনক্লেভের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন চারবার করে ভোট দেন কার্ডিনালরা।

এবারের কনক্লেভের মাধ্যমে ২৬৭তম পোপ নির্বাচিত হলেন। এ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ৭০টি দেশের ১৩৩ জন কার্ডিনাল। যে কার্ডিনালদের বয়স ৮০ বছরের নিচে, প্রথা অনুযায়ী তাঁরাই কেবল নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেন। নির্বাচনের সময় তাঁদের কঠোর গোপনীয়তা মেনে চলতে হয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ