রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংক অগ্রণী ব্যাংকের ৯৮ হাজার কোটি টাকা পাচারে জড়িতদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়েরের আবেদন করা হয়েছে। সম্প্রতি আবুল হোসেন নামের ব্যাংকের এক কর্মচারী দুদকের চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন।
আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক অর্থ উপদেষ্টা মশিউর রহমান, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাবেক গভর্নর ফজলে কবীরসহ ১৬জনকে দায়ী করা হয়েছে। আবেদনে তাদের দেশদ্রোহী অর্থ পাচারকারী ও রাষ্ট্রের সম্পদ আত্মসাতকারী উল্লেখ করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
আবেদনে অগ্রণী ব্যাংকের সাবেক চেয়ারম্যান জায়েদ বক্স, সাবেক এমডি শামসুল ইসলাম, সাবেক ডিএমডি আনোয়ার হোসেন, সাবেক জিএম আবুল বাশার, জিএম শামীম রেজা, জিএম ফজুলল করিম, জিএম সামসুল আলম, একেএম ফজলুল হক, আমিনুল ইসলাম ও আফজাল হোসেন এই আর্থিক লুটপাটের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়। এদের মধ্যে অনেকেই এখনও দায়িত্বে বহাল রয়েছেন বলে আবেদনে জানানো হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন