শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৫-২০২৫ ১১:৫৭:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৮-০৫-২০২৫ ১১:৫৮:১৩ পূর্বাহ্ন
ফাইল ছবি
রাজধানীর ধানমণ্ডি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) রাত ১০টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, রাত ১০টার দিকে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী ও পথচারীরা মিজানুরকে আটক করেন। পরে তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স