ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সংযত থাকার আহ্বান

​ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৫:৪১:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৮:৪০:১৯ অপরাহ্ন
​ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাংলাদেশের
দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের পাল্টাপাল্টি হামলার বিষয়টি ঢাকা গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে দুই দেশকেই সংযত আচরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃ‌তিতে এসব কথা বলা হয়।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার পাশাপা‌শি সংযম দেখাতে অনুরোধ করেছে। এছাড়া, পরিস্থিতি আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানা‌চ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাবে এবং এই অঞ্চলের মানুষের সুবিধার জন্য শেষ পর্যন্ত শান্তি বিরাজ করবে।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার শোধ নিতে ভারত বুধবার (৭ মে) প্রথম প্রহরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলা বর্ষণ করে।

পাকিস্তান বলেছে, ভারতের হামলায় তাদের অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত দশজন নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির পুলিশ। 

পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে এই উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বাংলাদেশও। এই যুদ্ধের সরাসরি প্রভাব বাংলাদেশে না পড়লে নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশ। যেমন ইতোমধ্যে বাংলাদেশের বিমানগুলো পাকিস্তানের আকাশ এড়িয়ে ভিন্ন পথে চলাচল করছে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যেও বড় প্রভাব পড়তে পারে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ