ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৪:০৯:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৭:০৭:০৫ অপরাহ্ন
পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ফাইল ছবি
দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে সভা আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।আগামী রবিবার (১১ মে) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'-তে এ সভা অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছিলেন বিনিয়োগকারীরা। অবশেষে বিনিয়োগকারীদের দাবি আমলে নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা।

গত ৬ মে বৈঠকের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আগামী ১১ মে দুপুর ১২ টায় "পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ" বিষয়ক একটি সভা প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'-তে অনুষ্ঠিত হবে। সভায় অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে উপস্থিত থাকতে বলা হলো।

তবে ১১দিনের সফরে দেশের বাইরে অবস্থান করছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। যুক্তরাষ্ট্র ও কাতারের পৃথক দুইটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি বিদেশ সফরে রয়েছেন। এমন পরিস্থিতিতে জরুরি এ বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 
  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ