পাকিস্তানে ভারতের হামলা, কী বলছে রাশিয়া?
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-০৫-২০২৫ ০৩:২১:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৫-২০২৫ ০৫:৪৩:২০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। সূত্র: আনাদোলু এজেন্সি।
বুধবার (৭ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিবৃতিতে বলা হয়, পাহালগামের কাছে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
একই সঙ্গে রাশিয়া স্পষ্ট করে সন্ত্রাসবাদের সকল রূপের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এই বৈশ্বিক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।
রাশিয়া দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেছে, আমরা আশা করি, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বিরাজমান বিরোধ শান্তিপূর্ণ ও কূটনৈতিক পথে, ১৯৭২ সালের শিমলা চুক্তি এবং ১৯৯৯ সালের লাহোর ঘোষণার আলোকে, দ্বিপাক্ষিকভাবে সমাধান হবে।
উল্লেখ্য, ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালায়। কোটলি, মুজাফফরাবাদ, আহমেদপুর শরকিয়া, বাঘ ও মুরিদকেতে এসব হামলা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।
রাশিয়াসহ আন্তর্জাতিক মহল পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে এবং উভয় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স