ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে দুই পাকিস্তানি অভিনেত্রীর নিন্দা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০১:৫৭:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০১:৫৭:০২ অপরাহ্ন
​ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে দুই পাকিস্তানি অভিনেত্রীর নিন্দা
পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান। বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে শিশুসহ ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় দুই অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির।

মাহিরা পাকিস্তানি লেখিকা ফাতিমা ভুট্টোর এক সমালোচনামূলক টুইট পুনরায় শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে তিনি লেখেন, ‘একেবারে কাপুরুষোচিত! আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন, যেন ভালো বোধ জাগ্রত হয়। আমিন।’

অন্যদিকে, অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মাত্র শব্দে ভারতের এই হামলার প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘কাপুরুষোচিত।’ 

দুই অভিনেত্রীর পোস্টে পাকিস্তানি অনুরাগীদের মন্তব্যেও দেখা গেছে ক্ষোভের আগুন। অধিকাংশ নেটিজেন যেমন ভারতকে পাল্টা আক্রমণের কথা বলছেন, কেউ আবার বলছেন, যুদ্ধ নয়। শান্তি চায় সাধারণ মানুষ। মৃত্যুর মিছিল আর দেখতে চায় না কেউ।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ