কয়েক দিনের তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন।
ভারত দাবি করেছে, পহেলগাম হামলাসহ “সন্ত্রাসবাদে পাকিস্তানের নিরবচ্ছিন্ন প্রশ্রয়ে”র জবাব দিতেই মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে।
“কোল্যাটারাল ড্যামেজ” বা পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি যতটা কম রেখে শুধুমাত্র “সন্ত্রাসবাদী” ঘাঁটি ও বিভিন্ন প্রশিক্ষণ শিবিরেই এই হামলা চালানো হয়েছে বলেও ভারত দাবি করেছে, যেটাকে তারা “প্রিসিশন স্ট্রাইক” বলে বর্ণনা করছে।
দিল্লিতে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ সংবাদ সম্মেলনে বুধবার (৭ মে) সকালে এ কথা জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে এই সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং সেনাবাহিনীর তরফে দুজন প্রতিনিধি - স্থলবাহিনীর হয়ে কর্নেল সোফিয়া কুরেশি ও বিমানবাহিনীর উইং কমান্ডার ভ্যোমিকা সিং, যারা দুজনেই নারী।
সম্মেলনে বিক্রম মিশ্রি বলেন, “পহেলগামের ঘটনায় ‘দ্য রেজিসট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের যে সংগঠনটি দায় স্বীকার করেছে এবং লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে হামলার ছবি পোস্ট করা হয়েছে তাতে এই ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ স্পষ্ট।”
ভারতের একাধিক বিমান ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে সে ব্যাপারে ভারত কোনো মন্তব্য করেনি। অভিযানে ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, সেটাও কিছু বলা হয়নি।
সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন নেওয়া হবে না বলে শুরুতেই জানিয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, শুধু পহেলগাম হামলাই নয়, তার আগে মুম্বাইতে ২৬/১১-র হামলা থেকে শুরু করে ভারতে চালানো আরও বহু হামলায় যে সব “সন্ত্রাসবাদী” জড়িত বলে ভারত মনে করে, তারা যেখানে প্রশিক্ষণ পেয়েছে বলে ভারতের ধারণা, তার সবগুলোই আক্রমণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
পাকিস্তানে হামলায় ৭০ জন নিহত: ভারতীয় গণমাধ্যম
ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬
নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, ১০ ভারতীয় নিহত
ভারতের হামলাকে ‘কাপুরুষের কাজ’ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানে ভারতের হামলা দুঃখজনক : ট্রাম্প
পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা
পাল্টা হামলার ভয়ে ভারতে বিমানবন্দর ও স্কুল-কলেজ বন্ধ