ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ভারতের হামলায় বিপাকে এশীয় এয়ারলাইন্স

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ১২:২১:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০১:৩৯:৪৮ অপরাহ্ন
পাকিস্তানে ভারতের হামলায় বিপাকে এশীয় এয়ারলাইন্স ফাইল ছবি
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে বিপাকে পড়েছে এশিয়ার এয়ারলাইন্সগুলো। বুধবার (৭ মে) একাধিক এয়ারলাইন্স জানিয়েছে, ভারত-পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে পথ পরিবর্তন করে যাত্রা চালু রাখবে (রি-রাউটিং), এমনকি প্রয়োজনে ফ্লাইটই বাতিল করবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তাইওয়ানের ইভিএ এয়ার জানিয়েছে, তাদের ইউরোপের সঙ্গে সমস্ত ফ্লাইটের নিরাপত্তার খাতিরে ভারত-পাকিস্তানের আকাশসীমার এড়িয়ে চলা হবে।

দক্ষিণ কোরীয় বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দুবাইয়ের সঙ্গে ফ্লাইটগুলোর জন্য তারা পাকিস্তানি আকাশসীমা পরিহার করে চলছে। তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে, নিরাপত্তার জন্য তারা বেশকিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। অবশ্য, সে সব পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে, চায়না এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইট বাতিল করা হয়েছে। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার। সেই প্রেক্ষাপটেই এই হামলা শুরু হয়। বুধবার (৭ মে) স্থানীয় সময় রাত ১টার দিকে এই অভিযান শুরু হয়।ভারতের হামলার জবাব দেওয়ার জন্য পাকিস্তানও তৈরি হচ্ছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 
 
 
  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ