পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-০৫-২০২৫ ১১:৪৩:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৫-২০২৫ ১১:৫০:২৪ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতের হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ মঙ্গলবার (৬ মে) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংকটের মধ্যে ভোররাতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
একই সঙ্গে প্রদেশটির সব ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ছাড়া, বেসামরিক প্রতিরক্ষা এবং অন্য প্রয়োজনীয় বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের দায়িত্ব পালনের জরুরি তলব করা হয়েছে।
এদিকে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীরের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরই মধ্যে এর বদলা নিতে শুরু করেছে।
পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ভারতের হামলায় ২ শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করে বলেছেন, তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স