ঢাকা , বুধবার, ০৭ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনি গাছ ঘিরে কৌতূহল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৯:২৬:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৯:২৬:৩৭ অপরাহ্ন
​বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনি গাছ ঘিরে কৌতূহল ​ছবি: সংগৃহীত
পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের ক্যাম্পাসে বজ্রপাতের ঘটনায় একটি পুরনো মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে পদার্থবিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে মুহূর্তেই গাছটি ঝলসে উঠে বিদ্যুতের চমকের মতো শব্দ হয়। এতে আতঙ্কে শিক্ষার্থীরা ছুটোছুটি শুরু করে। গাছটি উপর থেকে নিচ পর্যন্ত ফেটে গেলেও কেউ আহত হয়নি।

সবচেয়ে বিস্ময়ের বিষয়, গাছটি দ্বিখণ্ডিত হলেও সেটি পুড়ে যায়নি। এমনকি পাতার রঙও পরিবর্তন হয়নি। ঘটনাটি ঘিরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পাবনা ফায়ার সার্ভিস।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসে বজ্রনিরোধক ব্যবস্থা জোরদার করা হবে।

আবহাওয়া বিভাগ জানায়, দেশে বজ্রপাতের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বজ্রপাতের সময় খোলা স্থানে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ