ঢাকা , বুধবার, ০৭ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৮:২৯:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৮:৪০:৫৩ অপরাহ্ন
​অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা রহমান ​ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান স্কয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখতে গিয়েছেন।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ থেকে একটি প্রাইভেটকারে হাসপাতালে পৌঁছান।

সেখান থেকে ধানমন্ডিতে বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’ যাওয়ার কথা রয়েছে তাঁর।

এদিকে জুবাইদা রহমানের স্কয়ার হাসপাতালে আগমনকে কেন্দ্র করে আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়। এছাড়া বিএনপির কর্মীসহ উৎসুক জনতা হাসপাতালে সামনে ভিড় করেন।

এর আগে বিকালে বিএনপি’র মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ডাক্তার জুবাইদা রহমান তার মাকে দেখতে হসপিটালে যাবেন।

দীর্ঘ ১৭ বছর পর সকালে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে পৌছান তিনি। দুপুর একটা ১৫ মিনিটে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তারা।


বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ