ঢাকা , বুধবার, ০৭ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যুবককে হত্যা: এনসিপি নেতাসহ তিনজন কারাগারে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৮:১৪:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৯:২৮:৩৫ অপরাহ্ন
যুবককে হত্যা: এনসিপি নেতাসহ তিনজন কারাগারে ​এনসিপি নেতা রাইয়ান কাশেম। ছবি : সংগৃহীত
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা রাইয়ান কাশেমসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (০৬ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এ আদেশ দেন।

গ্রেপ্তার তিনজন হলেন, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা রাইয়ান কাশেম, তার বাবার মালিকানাধীন আল্লাওয়ালা হ্যাচারির নৈশপ্রহরী মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ মিজান।

আদালতে তোলার আগে পুলিশ জানায়, গ্রেপ্তার রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কক্সবাজার জেলা সমন্বয়ক ও এনসিপি’র স্থানীয় নেতা। তার বাবা জাহাঙ্গীর কাশেম “আমার বাংলাদেশ পার্টি” (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, রোববার (০৪ মে) মধ্যরাতে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা হ্যাচারিতে আলী আকবর (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।

আটকদের মধ্যে রাইয়ান কাশেমকে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে মারধর করলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা শঙ্কামুক্ত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। পরে সোমবার রাতে তাকে কক্সবাজারে ফিরিয়ে আনা হয়।

মঙ্গলবার সকালে বাকি তিনজনকে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে এক সন্দেহভাজনকে পুলিশ ছেড়ে দেয়।

এদিকে, এখনও নিহত আলী আকবরের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে বলে জানিয়েছে তারা।

নিহত আলী আকবর কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়া এলাকার বাসিন্দা। তার পরিবারের দাবি, মাছ চুরির অপবাদে আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পেছনে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে বলেও দাবি করেন তারা।

অন্যদিকে রাইয়ান কাশেম গণমাধ্যমে দাবি করেছেন, আল্লাওয়ালা হ্যাচারিতে চুরির সময় আলী আকবরকে হাতেনাতে ধরে ফেলেন নিরাপত্তা কর্মীরা। পরে আকবর তাদের ওপর আক্রমণ করলে আত্মরক্ষায় পাল্টা আঘাত করেন তারা, যার ফলে ওই যুবক মারা যান।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ