ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​দেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৮:০৫:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০৮:১৬:৪৯ অপরাহ্ন
​দেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন খালেদা জিয়া ​ছবি: সংগৃহীত
চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার চার মাস পরে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের কিংস্টনের বাসা থেকে সফরসঙ্গীসহ হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা করেছেন তিনি।

কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) লন্ডন সময় সোমবার (৫ মে) বিকাল চারটা প‌নে‌রো মি‌নি‌টে ঢাকার উদ্দেশ্যে তাঁর রওনা হওয়ার কথা।

সোমবার (৫ মে) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। আগামীকাল মঙ্গলবার (৬ মে) তিনি দেশে এসে পৌঁছাবেন খালেদা জিয়া।

কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন। 

খা‌লেদা জিয়া‌কে বিদায় জানাতে সোমবার সকাল থে‌কেই লন্ডনে জড়ো হতে থাকেন ইউরো‌পের বি‌ভিন্ন দেশ ও যুক্তরা‌জ্যের বি‌ভিন্ন শহর আসা বিএন‌পির নেতাকর্মীরা। হিথ্রো বিমানবন্দরে নিরাপত্তা ইস্যুর কারণে দেখা হবে না জেনেও তারা আসেন। সোমবার ব‌্যাংক হ‌লি‌ডে বা সরকারি ছু‌টির দিন ও কিছুটা বিরূপ আবহাওয়া‌ থাকলেও সব উপেক্ষা ক‌রেই খা‌লেদা জিয়া‌কে বিদায় জানাতে জমায়েত হ‌তে থাকেন তারা।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ