ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ডেসকোর মতবিনিময়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৭:৫৩:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০৭:৫৩:৩২ অপরাহ্ন
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ডেসকোর মতবিনিময় মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ‘সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) সকালে নিকুঞ্জ কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব)ও  ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ  রফিকুল ইসলাম বলেন, মতবিনিময় সভাটি প্রথমেই বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে করার কারণ দুটো। প্রথম কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে বিদ্যুতের বড় গ্রাহক। অন্যদিকে, শিক্ষকরা যদি আজকের মতবিনিময় সভার আলোচনা থেকে ২ মিনিটও আলোচনা করে ছাত্রছাত্রীদের মননে বিদ্যুৎ সাশ্রয় বিষয়টি গেঁথে দিতে পারেন, তারা যখন পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে যাবে এবং লিডারশিপ নেবে, তাদের বাস্তব জীবনে বিদ্যুৎ সাশ্রয় বিষয়টি সহজে রপ্ত করতে পারবে। এতে জাতি উপকৃত হবে।

তিনি আরো বলেন, কোনো ভালো কাজই বৃথা যায় না। বিদ্যুতে সরকারের ভর্তুকি প্রতি ইউনিটে ৫ টাকা। আপনারা সবাই জানেন বিগত সময়ে অনিয়মে বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর আজ চরম আর্থিক সংকটে। বিদ্যুৎ উৎপাদনে সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। আমাদের এ থেকে মুক্তি পেতে হবে। ভর্তুকি কমিয়ে আনতে হবে।সেজন্য আমাদের প্রত্যেককে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।' 

ডেসকো'র  ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ বলেন,‘ আপনার সাশ্রয়ী বিদ্যুৎ অন্যজনের চাহিদা মেটাবে।আমন্ত্রিত অতিথিদের পরামর্শ আমরা অবশ্যই বাস্তবায়ন করব ইনশাল্লাহ।'

ডেসকো'র নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. কামরুল ইসলাম ডেসকো'র পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে পাওয়ার প্লে প্রেজেন্টেশনের মাধ্যমে বিদ্যুৎসাশ্রয় এবং প্রি-পেইড মিটারের ওপর জনসচেতনতামূলক স্লাইড প্রদর্শন করেন।

প্রশ্নোত্তর পর্বে আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিচালক অপারেশন (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী জুলফিকার তাহমিদ, নির্বাহী পরিচালক প্রকৌশল (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো: মনজুরুল হক।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ডেসকো’র এধরনের মতবিনিময় সভার ভূয়সী প্রশংসা করেন এবং এতে বিদ্যুৎ সাশ্রয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোস্তাফিজুর রহমান বলেন, 'আমাদের বিবেক আর এথিক্সকে কাজে লাগিয়ে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে।'

বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ডীন, অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বলেন, 'বিদ্যুৎসংক্রান্ত কনফিউশন গুলো সহজভাবে জনগণের মাঝে তুলে ধরতে হবে।সুইচের ক্ষেত্রে অটোমেশন টেকনোলজি নিয়ে আসতে হবে যাতে করে নির্দিষ্ট সময় পরে সুইচ অটোমেটিক বন্ধ হয়ে যায়।'

এছাড়া আরো অনেক প্রতিনিধিগণ তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি বিদ্যুৎ সাশ্রয় করতে পারে তাহলে তাদেরকে ইনসেনটিভ দেয়ার কথা সভায় প্রস্তাব করা হয়। এর প্রেক্ষিতে ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম প্রক্রিয়া ঠিক করে ইনসেনটিভ দেয়ার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে ডেসকো আওতাধীন এলাকার বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও ডেসকো’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ