কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৫-২০২৫ ০৬:৪৫:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৫-২০২৫ ০৮:০৬:০২ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাকিব নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় সুজন বর্মণ নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হন।
সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যু হয়।
১৭ বছরের সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।
রোববার (৪ মে) গভীর রাতে কসবার মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন সাকিব।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক সাকিব ও ভারতীয় নাগরিক সুজন বর্মণ আহত হন। পরে সাকিবকে উদ্ধার করে কুমিল্লায় ও সুজনকে বর্মণকে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে সাকিব চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।
ওসি বলেন, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম জানান, গতকাল রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনতে মাদলা সীমান্তে যান সাকিব। এসময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুজন ও সাকিব গুলিবিদ্ধ হন। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স