এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৫-২০২৫ ০৮:৫৩:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৫-২০২৫ ০৮:৫৭:২৯ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (৩ মে) সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, ৪ মাস পর যুক্তরাজ্যে চিকিৎসা শেষে সোমবার (৫ মে) বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। কাতারের বিশেষ রয়্যাল এয়ার-অ্যাম্বুলেন্সেই তিনি দেশে ফিরছেন। তাঁর সঙ্গে দুই পুত্রবধূও থাকবেন।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি সাধারণ ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের। কিন্তু শনিবার সন্ধ্যায় মির্জা ফখরুল জানালেন, কাতারের রয়েল অ্যাম্বুলেন্সে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া।
ঢাকায় দলীয় চেয়ারপার্সনকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে গুলশানের কার্যালয়ে ঢাকা মহানগরসহ অঙ্গসংগঠনগুলোর যৌথসভা ডেকেছিলেন বিএনপি মহাসচিব। বৈঠক শেষে তিনি বলেন, সারাদেশ খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত। সবার আবেগ আছে, সবাই উচ্ছ্বসিত। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা দিতে প্রস্তুত সবাই।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে। ফখরুল আরও বলেন, ভালো পরিবেশ ও পরিবারের সঙ্গে থাকাসহ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা হওয়ায় নেত্রীর শারীরিক পরিস্থিতির এ উন্নতি হয়। বর্তমানে তিনি অনেকটা সুস্থবোধ করছেন। তাই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নয় সারা দেশের মানুষ খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছে। আর দলীয় নেতাকর্মীরা যেন কোনো যানজট সৃষ্টি না করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এক হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এসময়, বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুরোধ করেন মির্জা ফখরুল।
চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেখানে তাঁকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।
চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন খালেদা জিয়া। বিমানবন্দরে মাকে বিদায় জানাবেন জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতোদিন তাঁর বাসাতেই ছিলেন খালেদা জিয়া। তাঁর সঙ্গে আসছেন দুই পুত্রবধূ- তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। এ ছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হকও সফরসঙ্গী হিসেবে থাকবেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স