ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​জাওয়াদের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে যুবাদের বিশাল জয়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৮:২৭:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৯:০৬:৪৬ অপরাহ্ন
​জাওয়াদের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে যুবাদের বিশাল জয় ​ছবি: সংগৃহীত
সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ দলকে বিপর্যস্ত করে ১৪৬ রানের বিশাল জয় বাংলাদেশি যুবারা। আর এতে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। এদিকে রেকর্ড জয়ের দিনে সেঞ্চুরি পেয়েছে দলের ওপেনার জাওয়াদ আবরার। ইনিংসের ৩৫তম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান জাওয়াদ।

শনিবার (০৩ মে) কলম্বোতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের ১১৩ রানের শতকে ৩৩৬ রানের বিশাল পাহাড় গড়ে বাংলাদেশি যুবারা। তবে ৩৩৭ রানের লক্ষে খেলতে নেমে ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে ১৪৬ রানের এগিয়ে জয় পায় টাইগাররা।

এদিন জাওয়াদ ছাড়াও রিজানের ব্যাটে আসে ৮২ রান। বাংলাদেশের হয়ে তৃতীয় উইকেট জুটিতে ১৩৫ রান যোগ করেন এ জুটি। শেষদিকে সামিউন বশির করেছেন ৮ বলে ২৩ ও আল ফাহাদ ৫ বলে ১৯ রান। আর তাতেই ৩৩৬ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ।

৩৩৭ রানের পাহাড় টপকাতে নেমে ৩৮.৪ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। শ্রীলঙ্কার কোনো ব্যাটার সে রকম কোনো ইনিংসই খেলতে পারেননি। সর্বোচ্চ ৬৬ রান এসেছে অধিনায়ক ভিমাত দিনসারার ব্যাট থেকে।

বাংলাদেশ দলের পেসার আল ফাহাদ ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া বাঁহাতি স্পিনার সানজিদ ও অধিনায়ক আজিজুল হাকিম ২টি করে নিয়েছেন।

সোমবার (০৫ মে) সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ