ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​পোপের পোশাকে ট্রাম্প!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৬:৩১:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৬:৩১:২৫ অপরাহ্ন
​পোপের পোশাকে ট্রাম্প! ​ছবি: সংগৃহীত
পোপের পোশাক পরা একটি ছবি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ছবিটি বাস্তব নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।  এর আগে তিনি রসিকতা করে পরবর্তী ক্যাথলিক পোপ হতে চাওয়ার আকাঙ্ক্ষাও পোষণ করেন। 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত রঙিন ছবিতে দেখা যাচ্ছে। তার ডান তর্জনী আকাশের দিকে তাক করে, সাদা পোশাক, একটি সোনার ক্রুশবিদ্ধ দুল এবং মিটার টুপিসহ পোপের রাজকীয় প্রতীক পরিহিত অবস্থায় দেখা গেছে।
রসিকতা করে পরবর্তী পোপ হিসেবে নিজেকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা পোষণের কয়েকদিন পর এমন ছবি সামনে এল। 
জানা গেছে, গত ২১ এপ্রিল মারা গেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে বিশ্বজুড়ে সবার নজর এখন ভ্যাটিকান সিটির দিকে। কে হবেন নতুন পোপ তা নিয়েই চলছে নানা জল্পনা।
এমন প্রেক্ষাপটেই পরবর্তী পোপ হিসেবে কাকে দেখতে চান? ওয়াশিংটনে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প মজা করে বলেন, ‘আমিই চাইব পরবর্তী পোপ হতে। এটিই হবে আমার এক নম্বর পছন্দ।’ এ কথা বলার পরই  কে পোপের দায়িত্ব পেতে পারেন, সে বিষয়ে নিজের মতামত জানিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আসলে আমার নির্দিষ্ট কোনো পছন্দ নেই। তবে আমাকে বলতেই হচ্ছে, আমাদের একজন কার্ডিনাল আছেন। তিনি খুব ভালো। দেখা যাক কী হয়।’
ট্রাম্প মূলত কার্ডিনাল টিমোথি ডোলানকে উল্লেখ করেছেন। তিনি নিউইয়র্কের আর্চবিশপ। যদিও পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হওয়ার সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের মধ্যে তার নাম নেই।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর প্রথম বিদেশ সফরে পোপের শেষকৃত্যে যোগ দিতে গত সপ্তাহে ভ্যাটিকান যান ট্রাম্প।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ