ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​প্রত্যাহার হয়নি বরখাস্তের আদেশ

প্রকৌশলীদের মাঝে অসন্তোষ, রাজস্ব আদায়ের টার্গেট পূরণ নিয়ে শঙ্কা!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৫:৩৭:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৫:৩৮:১৫ অপরাহ্ন
প্রকৌশলীদের মাঝে অসন্তোষ, রাজস্ব আদায়ের টার্গেট পূরণ নিয়ে শঙ্কা! গ্রাফিক্স : বাংলা স্কুপ

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মগবাজার ডিভিশনে বিদ্যুৎকর্মী নিহতের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি । তদন্ত কমিটি ওই দুর্ঘটনায় প্রকৌশলীদের কোনো দায় পায়নি। কিন্তু মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ায় ডিপিডিসি কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত হওয়া দুই প্রকৌশলীর শাস্তিমূলক ব্যবস্থার আদেশ প্রত্যাহার করেনি। এতে সংস্থাটিতে কর্মরত মাঠপর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তারা চাকরি নিয়ে নিরপাত্তাহীনতায় ভুগছেন। শঙ্কা তৈরি হয়েছে চলতি অর্থবছরের জুন ক্লোজিংয়ে সংস্থাটির ঢাকা ও নারায়ণগঞ্জের ৩৬টি ডিভিশনের মাঠপর্যায়ের প্রকৌশলীদের রাজস্ব আদায়ের টার্গেট পূরণ নিয়ে।

প্রকৌশলীরা বলছেন, পয়েন্ট ৪ কেভি সঞ্চালন লাইনে কোনো গ্রাহকের তার পরিবর্তন, নতুন মিটার স্থাপন অথবা পরিবর্তনের সময় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ না করার বিধান রয়েছে। মগবাজারের দুর্ঘটনাটি ওই বিদ্যুৎকর্মীর অসচেতনতার কারণেই ঘটেছে। দুর্ঘটনায় যে কোন মৃত্যুই দুঃখজনক। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মগবাজার ডিভিশনের বাৎসরিক ঠিকাদারি প্রতিষ্ঠানের টেকনিক্যাল সুপারভাইজারকে তাৎক্ষণিক চাকরিচ্যুত করা হয়। তারা আরো জানান, মন্ত্রণালয়ের তো বটেই, ডিপিডিসির তদন্ত কমিটিও ওই ঘটনায় কোন প্রকৌশলীর দায়িত্বে অবহেলার প্রমাণ পায়নি। তারপরও প্রকৌশলীদের বরখাস্তের আদেশ প্রত্যাহার না হওয়ায় মাঠপর্যায়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সূত্রমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষ হতে দুই মাস বাকি। মাঠপর্যায়ের প্রকৌশলীরাই সরাসরি গ্রাহকের বকেয়া আদায় করে থাকেন। কোনো বিধান ভঙ্গ না করেও দুই প্রকৌশলীর সাময়িক বরখাস্ত হওয়া মাঠপর্যায়ে ভুল বার্তা দিচ্ছে। এতে সংস্থাটির অন্য প্রকৌশলীদের মাঝে দায়িত্বপালনে শিথিলতা দেখা দিয়েছে। সূত্রের দাবি, এর  নেতিবাচক প্রভাব পড়ছে রাজস্ব আদায় ও গ্রাহকের অন্যান্য সেবার ক্ষেত্রে।

বিশেষজ্ঞরা জানান, বিদ্যুৎ একটি জরুরি সেবা। এই পরিস্থিতি বিদ্যমান থাকলে দীর্ঘমেয়াদে কাজের দক্ষতা এবং প্রকৌশলীদের মনোবলেও প্রভাব পড়বে। এটার সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্রুত সিদ্ধান্ত নেয়া জরুরি।

দুই প্রকৌশলীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে ডিপিডিসিতে কর্মরত বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীরা জোরালো অবস্থান নিয়েছেন। গত ১৭ এপ্রিল ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত আবেদনে সংস্থাটিতে কর্মরত সর্বস্তরের প্রকৌশলীরা ওই বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানান। এর আগে, ১৬ এপ্রিল কাঁটাবনস্থ স্ক্যাডা ভবনে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলী নেতৃবৃন্দ জরুরি সভা করেন। সভার সিদ্ধান্তক্রমে, ওইদিন দুপুর দুইটার পর সংস্থাটির অতিরিক্ত দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তাঁরা বৈঠক করেন।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাজধানীর পশ্চিম রামপুরায় সার্ভিস তার পরিবর্তনের সময় তামিম ইন্টারন্যাশনালের লাইনম্যান কামরান হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। ঘটনার চার দিন পর ১৫ এপ্রিল ডিপিডিসির মগবাজার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাসির উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) মো. মাহে আলম এবং সহকারী প্রকৌশলী শেখ আবেদ আলিকে সাময়িক বরখাস্ত করে প্রশাসনিক আদেশ জারি করা হয়। একইসাথে বরখাস্ত করা হয় ঠিকাদার প্রতিষ্ঠানের সুপারভাইজারকেও। তিন প্রকৌশলীর সাময়িক বরখাস্তের আদেশ জারির একদিন পরই মগবাজার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাসির উদ্দিনের আদেশ প্রত্যাহার করা হয়।

প্রকৌশলীদের বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিষয়ে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ গত ১৭ এপ্রিল বাংলা স্কুপকে বলেছিলেন, ওই তিন প্রকৌশলীর সাময়িক বরখাস্তের আদেশ প্রশাসনিক বিষয়। এই দুর্ঘটনায় ওই কর্মকর্তাদের দায় আছে কি নেই, তা নির্ধারণ হবে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর। তদন্ত প্রতিবেদন ইতিবাচক হলে তাঁদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

কিন্তু এখন পর্যন্ত বিষয়টির সুরাহা না হওয়ায় মাঠপর্যায়ের প্রকৌশলীদের কর্মপরিবেশে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। একইসঙ্গে অসন্তোষ ও ক্ষোভ বেড়েই চলেছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করেই মন্ত্রণালয়ের প্রতিবেদনটি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে

​মন্ত্রণালয়ের প্রতিবেদনের অপেক্ষায় প্রকৌশলীরা!
ডিপিডিসির তিন কর্মকর্তা বরখাস্ত, ক্ষুব্ধ প্রকৌশলীরা
আর কত বিদ্যুতকর্মীর প্রাণ গেলে টনক নড়বে!



প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ