কাউখালীতে এক লাখ চিংড়ির রেণু পোনা জব্দ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৪-২০২৫ ০২:৫০:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৪-২০২৫ ০২:৫০:৫৫ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পিরোজপুরের কাউখালী কচাঁ নদী থেকে এক লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে নৌপুলিশ । ট্রলারযোগে পাচার হওয়ার সময় এ রেণু পোনাগুলো জব্দ করা হয় এ সময় একজনকে আটক করা হয়েছে।
আটক আয়নাল হককে পাচঁ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা। আয়নালের বাড়ি বরগুনা তালতলী উপজেলায়।
সোমবার (২৮এপ্রিল ) সকালে জব্দ হওয়া রেনুগুলো উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার উপস্থিতিতে উপজেলার বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কাউখালী উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান ।
তিনি বলেন, বিভিন্ন নদ-নদী থেকে ধরা চিংড়ি রেণু পোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কচাঁ নদী থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে কাউখালী নৌপুলিশ। নৌকায় তল্লাশি চালিয়ে সেখান থেকে ১লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করে।
তিনি আরো বলেন, রেণু পোনা যে কোনো সময় ধরা অবৈধ। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স