ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আসছে ‘জনতার পার্টি বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৪:০৯:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৪:৩৪:৪২ অপরাহ্ন
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আসছে ‘জনতার পার্টি বাংলাদেশ’ ফাইল ছবি
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল। যার নাম ‘জনতার পার্টি বাংলাদেশ’।শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দলটির চেয়ারম্যান হতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন। এ কারণে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন গোলাম সারোয়ার। জাতীয় পার্টি থেকে নির্বাচন করা নুরুল কাদের সোহেল প্রথম যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেতে পারেন।

এ ছাড়া জাতীয় পার্টির সাবেক এমপি শাহ মো. আবু জাফরসহ আরও সাতজন সাবেক এমপি, শিল্পপতি, সাবেক আমলা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবীরা দলটিতে যোগ দিতে পারেন। এ বিষয়ে গোলাম সারোয়ার মিলন বলেন, নতুন দলটির দুটি স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘জনতার পার্টি বাংলাদেশ, গড়ব মোরা ইনসাফের দেশ’ এবং ‘ইনসাফ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ