ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০২:০৪:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০২:০৪:৩৮ অপরাহ্ন
​পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা ​ফাইল ছবি
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পোপ ফ্রান্সিস সোমবার (২১ এপ্রিল) ভ্যাটিকানে নিজ গৃহ কাসা সান্তা মার্তায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।

পোপের শেষকৃত্য শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় ১০টায় শুরু হবে। সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের খোলা মাঠে এই শেষকৃত্য হবে। কলেজ অফ কার্ডিনালের ডিন জিওভান্নি বাতিস্তা এর নেতৃত্ব দেবেন।

বিগত কয়েক শতাব্দির মধ্যে ফ্রান্সিস ছিলেন একমাত্র অইউরোপীয় পোপ। যিনি ১৯৩৬ সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে তৎকালীন পোপ বেনেডিক্ট সিক্সটিন পদত্যাগ করলে ২৬৬তম পোপ হিসেবে তিনি নির্বাচিত হন।

তিনি সহমর্মিতা, পরিবেশবাদ এবং আন্তঃধর্মীয় সংলাপের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার কারণে পরিচিত ছিলেন। এমনকি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানেরও তিনি ছিলেন ঘোরতর বিরোধী। রোববার (২০ এপ্রিল) ইস্টারের দিনেও তিনি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ