নারায়ণগঞ্জে আগুনে পুড়ল দুই কারখানা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৪-২০২৫ ০১:৫৩:০১ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৪-২০২৫ ০১:৫৩:০১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা আলাদা দুটি কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিপুল পরিমাণ কাগজের কার্টন ও ঝুট কাপড় পুড়ে গেছে।
বুধবার (২৩ এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার অবস্থিত নীট কনসার্ন নামের রপ্তানিমুখী পোশাক কারখানার ৫ম তলায় কার্টনের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে ৷ পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নীট কনসার্ন পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী ও হাজীগঞ্জ স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে একই রাতে সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় একটি টিন সেটের ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানেও দুটি ইউনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, হৃদয় আহমেদ নামে এক ব্যক্তির মালিকনাধীন ওই ঝুটের গুদামে আগুন লাগার কারণ জানা যায়নি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স