ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​ভালুকায় মানুষের কঙ্কালসহ আটক ৩

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৬:৫৫:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৬:৫৫:০৯ অপরাহ্ন
​ভালুকায় মানুষের কঙ্কালসহ আটক ৩ ​ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে মহাসড়কে যৌথবাহিনীর তল্লাশিতে মানুষের কঙ্কাল ও অবৈধ দেশীয় মদসহ ফারুক হোসেন, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন নামে তিনজনকে আটক, যাত্রীবাহী বাস জব্দ। আটকদের সোমবার (২১ এপ্রিল) ভালুকা মডেল থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, গত রাত একটার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী (ভালুকা ক্যাম্প) চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক বাসে তল্লাশি করে। এ সময় ঢাকাগামী দ্রুত গতির ময়মনসিংহ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন (ময়মনসিংহ ব ১১-০১৫০) এর একটি বাসে তল্লাশি করে ব্যাগে থাকা মানুষের কঙ্কাল ও অবৈধ দেশীয় মদ জব্দ করে এবং তিনজনকে আটক করেন।

আটকরা হলেন, ময়মনসিংহ সদরের সুতিয়াখালী গ্রামের মৃত তোতা আলী'র ছেলে মোঃ ফারুক হোসেন (৪৮) একই উপজেলার চরখালি বাড়ীর মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৫) ও শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার খাটিয়াকুড়া গ্রামের আলমগীর হোসেন (২৪)।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গত রাতে সিডস্টোর এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক বাসে তল্লাশি করে ময়মনসিংহ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের একটি বাসে ব্যাগে থাকা মানুষের কঙ্কাল ও অবৈধ দেশীয় মদসহ তিনজনকে আটক করা হয় এবং ওই বাসটিও জব্দ করে হাইওয়ে থানায় আটক রাখা হয়েছে। পরে আটককৃত আসামিদেরকে ভালুকা মডেল থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ